পটুয়াখালীতে নৌরুটের লঞ্চে কোয়ারেন্টাইন ইউনিট চালু

পটুয়াখালীতে নৌরুটের লঞ্চে কোয়ারেন্টাইন ইউনিট চালু
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী নদী বন্দরে পটুয়াখালী-ঢাকা রুটের যাত্রীবাহী 'এ আর খান -১' লঞ্চকে প্রতিষ্ঠানিক ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট হিসেবে ১৪ এপ্রিল মঙ্গলবার সকালের দিকে জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন, পটুয়াখালী; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পটুয়াখালী; উপজেলা নির্বাহী অফিসার, সদর; ইউএইচএফপিও, সদর; পোর্ট অফিসার প্রমুখ। নদীবহুল পটুয়াখালী জেলার জনসাধারনকে করোনার প্রভাব থেকে নিরাপদ রাখতে নিষেধাজ্ঞা অমান্য করে নৌ-পথে আগত যাত্রীদের কোয়ারেইন্টাইন যথাযথভাবে নিশ্চিতের লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ভাসমান এ ইউনিটে ৪০ টি ডাবল এবং ৩৮ টি সিংগেল কেবিন রয়েছে। কোয়ারেইন্টাইনে থাকা ব্যক্তিদের ভাল করার জন্য রয়েছে ডাক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ভাসমান এই কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরত ব্যক্তিদের সুরক্ষার জন্য জেলা প্রশাসক আজ তাদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন।